পশ্চিমব’ঙ্গের বাঁকুড়া জে’লার বি’ষ্ণুপুর শহরে গত তিন দিনে দুই শতাধিক বেওয়ারিশ কুকুরের মৃ’ত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সংশ্লিষ্ট সরকারি কর্মক’র্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক এ খবর জানিয়েছে। আউটলুক জানায়, ম’ঙ্গলবার ৬০টি, বুধবার ৯৭টি ও বৃহস্পতিবার ৪৫টি কুকুরকে মৃ’ত অবস্থায় পাওয়া গেছে।
বি’ষ্ণুপুরের নাগরিক সংস্থার প্রধান দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, বি’ষয়টি জে’লা ক’র্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃ’ত কুকুরগু’লোর নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছে বলে কর্মক’র্তারা জানিয়েছেন।এ বি’ষয়ে প্রাণীচিকিত্সকরা বলেন, কোনো ভাইরাসের সংক্রমণে কুকুরগু’লো মা’রা গেছে বলে সন্দে’হ করা হচ্ছে। বছরের এ সময়ে এটা সাধারণভাবে ‘হতে পারে।
তবে, এতে মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে তারা আতঙ্কিত না হওয়ার পরামর’্শ দেন। বি’ষ্ণুপুর পৌরসভা কুকুরগু’লোর মর’দে’হ ডাম্পিং গ্রাউন্ডে সমাহিত করছে বলে কর্মক’র্তারা জানিয়েছেন।