সুযোগ নিয়ে স্বামী সেজে স’র্বনাশ করে দেয় মাসুদ-স্বামী সেজে ঘুমিয়ে থাকা এক গৃহবধূর স’র্বনাশ করেছেন মাসুদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি।
অ’ন্ধকারে সেই গৃ হবধূর ঘরে প্রবেশ করে তাকে ধ র্ষ ণ করেন মাসুদ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কি শোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর এ লাকায় এ ঘ টনা ঘটে।
এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ কুলিয়ারচর থানায় লিখিত অ ভিযোগ ক রেছেন। অ ভিযোগ পেয়ে মাসুদ মিয়াকে গ্রে ফতার করে কোর্টে সো পর্দ করেছে পুলিশ।
অভিযুক্ত মাসুদ মিয়া কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত
সাড়ে ১১টার দিকে এ ঘটনার শিকার হন ওই গৃহবধূ। তিনি তার বসতঘরে মেয়ের সঙ্গে একটি চৌকিতে ঘু’মাচ্ছিলেন। আর তার স্বামী ঘরের অন্য আরেকটি
চৌকিতে ছেলের সঙ্গে ঘুমাচ্ছিলেন। এ সময় টিনের ঘরের বেড়ার ফাঁকা দিয়ে বাইরে থেকে দরজা খুলে ঘরে প্রবেশ করে মাসুদ। সে চু’পিচুপি ওই গৃহবধূর বি’ছানায়
গিয়ে স্বামী বেশে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ওই সময় ওই গৃহবধূ তন্দ্রাচ্ছন্ন থাকায় মাসুদকে স্বামী মনে করে কোনো বাধা দেননি। এ ঘটনা শেষে মাসুদ যখন দরজা খুলে বাইরে যেতে চায়, তখন গৃহবধূ লাইট জ্বালিয়ে দেখতে পান লোকটি তার স্বামী নয়- প্রতিবেশী মাসুদ। এ সময় গৃহবধূর চিৎকার শুনেস্বামী-সন্তানরা এগিয়ে এলে মাসুদ দৌড়ে পা’লিয়ে যায়। কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, লিখিত অ’ভিযোগের ভি’ত্তিতে অ’ভিযান চালিয়ে আ’সামিকে গ্রে’ফতার করে কি’শোরগঞ্জের কো’র্টে পাঠানো হয়। আ’দালত তাকে জে’লহাজতে প্রে’রণের নি’র্দেশ দেন।bd24live