গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮৪ জন এবং রাজধানীর বাহিরে সারাদেশে ভর্তি হয়েছেন ৫৭ জন।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা। এছাড়াও ডেঙ্গুতে এই বছরে মৃত্যু হয়েছে ৫৯ জনের। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯০০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২০৭ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৫ হাজার ৭০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৫৩৫ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে।
রংপুরে একসঙ্গে তিন ছাত্রীসহ গৃহবধূ নিখোঁজ, এলাকায় তোলপাড়
রংপুরের গঙ্গাচড়ায় তিন স্কুলছাত্রীসহ এক গৃহবধূ রহস্যজনক নিখোঁজ হয়েছেন। একসঙ্গে চারজন নিখোঁজ হওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে গঙ্গাচড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ এক ছাত্রীর অভিভাবক।
নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে একজন আলমবিদিতর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও বাকি দুইজন তুলশীরহাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী। তাদের সঙ্গে একই এলাকার এক গৃহবধূও (২১) রয়েছেন।নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কাউকে না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়।
পরে ফিরে না আসলে আশপাশের এলাকা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেন স্বজনরা। সেখানে তাদের সন্ধান না পেলে গত বৃহস্পতিবার এ স্কুলছাত্রীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, জিডির সূত্র ধরে তদন্ত চলছে।