নতুন করে দুর্নীতির আরও চারটি অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেত্রী অং সান সু চিকে বিরুদ্ধে।
এসব মামলায় আগামী ১ অক্টোবর রাজধানী নেপিদোতে তার বিচারকাজ শুরু হবে।
ইতোমধ্যে সু চির বিরুদ্ধে যেসব মামলা চলছে তার পাশাপাশি এসব অভিযোগের বিচারে সেনা
সরকারের পক্ষে রায় এলে আমৃত্যু কারাগারে থাকতে হতে পারে সু চিকে বলে জানিয়েছেন তার আইনজীবী খিন মং ঝাও।
তিনি আরও জানিয়েছেন, ‘শান্তিতে নোবেল জয়ী ৭৬ বয়সী গৃহবন্দি সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির
বিচারকাজ দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিটির জন্য ১৫ বছরের সাজা হতে পারে তার।’
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ক্ষমতা হারানো পর সু চির বিরুদ্ধে তখন থেকেই বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে গত বছরের নির্বাচনে
করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সেনা সরকার।
আরো পড়ুন:
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক গোলাম ফারুক চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৫৩৯ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টার পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (নৌকা) সুভাষ সেন পেয়েছেন ৩ হাজার ৮৬৫ ভোট।
এ ছাড়া স্বতন্ত্রপ্রার্থী শেখ আ: আজিজ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪২৯ ভোট। আনারস নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর পেয়েছেন ৭৪৩ ভোট।