কুমিল্লার বুড়িচং উপজেলায় ঘরে আগুন লেগে শিকলে বাঁধা আলাউদ্দিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন স্থানীয় কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পশ্চিম খাড়েরা গ্রামে ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় একটি কক্ষ থেকে আলাউদ্দিনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।
তবে ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ফয়েজ আহমেদ বলেন, আলাউদ্দিন কিছুটা মানসিক রোগী ছিলেন। তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মায়ের কাছে ছিল তালার চাবি। আগুন লাগলে তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
আরো পড়ুন : নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পর্শে একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রীর মৃত্যুর হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫৫)। কাজম আলী একই এলাকার মৃত. কালাই মিয়ার ছেলে।
কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ভোরে নতুন ঘরের দেয়ালে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একসঙ্গেই ওই দম্পতি মারা যান।
পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদের উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ