ছেলেদের ঠিক কোন জিনিসগু’লো মেয়েদের আকৃষ্ট করে? নিজের প্রেমিক বা স্বামীর ব্যক্তিত্বের কোন দিকটি তাদের সব থেকে বেশি পছন্দ?
এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ এক এক জনের পছন্দ এক এক রকম।কিন্তু সম্প্রতি লাইস্টাইল ইভেন্ট গ্রুপ ফেমিয়ানার দ্বারা পরিচালিত একটি
সমীক্ষার ফলাফলে উঠে এসেছে একটি অদ্ভুত তথ্য। সমীক্ষাটির লক্ষ্য ছিল, পুরুষদের প্রতি নারীদের আকর্ষণের কয়েকটি গো’পন কেন্দ্রবিন্দুকে আবি’ষ্কার করা, অর্থাৎ
এমন কয়েকটি বি’ষয়—পুরুষদের ব্যক্তিত্বের যে দিকগু’লো অ’পছন্দ করার ভান করেন নারীরা, কিন্তু মনে মনে আসলে সেগু’লো পছন্দই করেন।
জন নারীকে প্রশ্ন করার পর সমীক্ষার ফলাফল স্বরূপ সংস্থাটি প্রকাশ করেছে মেয়েদের এমন ২০টি ‘গো’পন’ ভাললাগার কথা।
এখানে রইল সেই তালিকার প্রথম ৬টি বি’ষয়— ১. ‘ও তো কোনো বি’ষয়ে আমা’র পরামর’্শই চায় না’: স্বামী বা প্রেমিক সম্পর্কে চিরচেনা অ’ভিযোগ। কিন্তু আদপে অন্য কারোর পরামর’্শ ছাড়াই সি’দ্ধান্ত নেওয়ার উপযুক্ত মানসিক দৃঢ়তা একজন পুরুষের মধ্যে মেয়েরা পছন্দই করেন।
২. ‘আমি যখন কথা বলব, তুমি চুপ করে থাকবে’:
প্রেমিক বা স্বামীর স’ঙ্গে ঝগড়ার সময়ে মেয়েরা অনেকেই রেগে গিয়ে এই কথা বলেন। কিন্তু তার অর্থ এই নয় যে, তিনি সত্যিই চাইছেন তার স’ঙ্গীটি মুখ বুজে থাকুক।বরং তর্ক, এবং যুক্তির বিপক্ষে প্রতিযুক্তিই যে কোনও সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায় তা জানেন যে কোনও বু’দ্ধিমতী। কাজেই স’ঙ্গীর তর্কশীলতাকে মনে মনে তারা পছন্দই করেন।