তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, যে কোন মূল্যে আমাদের ৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী, মৌলবাদীদের আস্তানা হতে পারে না।
আমাদের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত। পিউর রক্ত, কোনো ভেজাল নাই। রোববার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,
‘প্রিয় বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন, আশ্রয় কর্মসূচির উদ্বোধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি। আওয়ামী যুবলীগের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আরও বলেন, আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম না শুধু, সাংগঠনিক সংপাদক ছিলাম!
আমার বাম হাতের বুড়ো আঙ্গুল কাটা! আমার আঙ্গুল কাটার কারণ কি জানেন? আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জামাত শিবির’রে এমন পিটান পিটাইছি, ছাত্রদল যুবদলের ক্যাডার’দের পিটিয়ে চামড়া তুলে ফেলছি! আমার নাম শুনলেই তারা আজরাইলের মত ভয় পায়!
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর,
বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।