চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইলে ভিডিও চালু রেখে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর মনি (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের সিরাজ চেয়ারম্যানের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
Add
Add
নিহত ঝুমুর ফরহাদাবাদ এলাকার সিরাজ চেয়ারম্যান বাড়ির মোজাহেরের মেয়ে। তিনি ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে মোবাইলে ভিডিও চালু করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।