চার মাস আগে ফেরিটি নারায়ণগঞ্জ থেকে ভারী মেরামত শেষে পাটুরিয়া সার্ভিসে আসে। তবে সম্প্রতি ফেরিটির তলদেশে একটি ছিদ্র হয়।
ফেরিটি সকাল সোয়া ৯টার দিকে পাটুরিয়া অভিমুখে রওনা দেওয়ার কিছু সময় পরই ফেরিটির তলদেশের ছিদ্র দিয়ে ভেতরে পানি প্রবেশ শুরু করে। কিন্তু বিষয়টি যখন টের পাই তখন আর কিছু করার ছিল না।
এমনটাই জানিয়েছেন ফেরির মাস্টার শরিফুল ইসলাম লিটন। ৫ নম্বর ঘাটে ভাসমান ফেরি মেরামত কারখানা মধুমতিতে অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। ফেরি সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভাসমান ফেরি মেরামত কারখানায় মেরামতের নামে জোড়াতালি দেওয়া হচ্ছে।
দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টার পরেও পাটুরিয়া ঘাটে এসে নি’মজ্জিত হওয়া আমানত শাহ ফেরিটি উদ্ধার হয়নি। এমনকি ফেরি উদ্ধারের কোন জাহাজ নেই বলে নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আলম। বুধবার দুপুরে পাটুরিয়া ঘাট এলাকায় নিমজ্জিত ফেরি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে উদ্ধারকারী জাহাজ হামজার উদ্ধার ক্ষমতা ৬০ টন। কিন্তু নিমজ্জিত ফেরি শাহ আমানত পানিতে ডুবে প্রায় ১ হাজার টন হয়ে গেছে। এজন্য উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, নেভি ও কোস্টগার্ডের সমন্বয় ১৪ জনের একটি উদ্ধার টিম করা হয়েছে। সন্ধ্যায় আসছে আরও একটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
ফেরির লোড কমে আসলে উদ্ধারকারী জাহাজ গুলো আগামী তিন দিনের মধ্যে উদ্ধারকাজ সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত হ’তাহ’তের,
নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার সকাল সোয়া দশটায় ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে দৌলোতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রো রো আমানত শাহ নামের ফেরি পাটুরিয়ার ৫ নং ফেরি ঘাটে নোংগর করার পর পরই পদ্মায় তলিয়ে যায়। এ ঘটনায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এম মাহাবুব উল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম ঘাট এলাকা পরিদর্শন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, এখনো পর্যন্ত কোনো হ’তাহ’তের ঘটনা পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ হামজা চেষ্টা করছে, আরো একটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে আসছে। ফেরি ডুবে যাওয়ার এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হককে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বেলা সাড়ে চারটা পর্যন্ত ৩টি ট্রাক ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।