ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। মা’দক মাম’লায় জা’মিন পাওয়ার পর প্রথম শু’টিংয়ে






অংশ নিলেন তিনি। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীম’ন্দির বটতলায়






গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শু’টিং করেছেন এই নায়িকা। তবে আগের মতো সাধারণভাবে শু’টিং স্প’টে যেতে পারেননি।






পরীমনি আসবেন শুনেই উৎ’সুক জনতার ঢল নামে কালীমন্দির বটতলায়। তাই নায়িকা একটু কৌশল অবলম্বন করলেন। কেউ যাতে চিনতে না পারে সেজন্য বোরকা পরে শু’টিং স্প’টে যান। বোরকা পরিহিত একটা ছবিও মা’নবজমি’নের হাতে এসেছে। যেখানে শুধু পরীমনির চোখ দেখা যায়৷ মুখও ঢাকা।
বহুদিন পর চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যা’কশন শ’ব্দ শুনে পরীমনি যে ভীষণ উচ্ছ্বসিত তা আর বলার অপে’ক্ষা রাখে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পো’স্টও দিয়েছেন এ নিয়ে। ‘গুনিন’ সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের একটি ছবি দিয়ে এ নায়িকা সেখানে লেখেন, ওস্তাদজী গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’র আখ’ড়া থেকে।
দিস পিওর ক্যানডিড ক্লি’ক বাই পরী। ‘গুনিন’ সিনেমায় পরীমনির বি’পরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।