সম্প্রতি স্বল্প সময়ের সফরে মালয়েশিয়া ঘুরে আসলেন চিত্রনায়িকা শিরিন শিলা। মালয়েশিয়া থেকে






ফিরেই এরই মধ্যে ব্যাস্ত ছিলেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ ছবির বাকি কাজ নিয়ে। আর এ






ছবির কাজ শেষ করেই স্বপ্নের দেশে আমেরিকায় উড়াল দিলেন এ অভিনেত্রী।






যাওয়ার আগে শিরিন শিলা বলেন, ‘সাহসী যোদ্ধা’ ছবির একটি গানের শুটিং শেষ করলাম। এ ছবির কাজ শেষ করেই আমেরিকা ছুটতে হচ্ছে আমাকে। কারণ নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে ‘এনআরবি অ্যাওয়ার্ড-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে পারফর্ম করার জন্যই মুলত আমার আমেরিকায় যাওয়া। অনুষ্ঠান শেষ করেই আবার ফিরবো ঢাকায়।
এদিকে মালয়েশিয়া যাওয়ার কিছুদিন পূর্বে এ অভিনেত্রী আমেরিকা ও দুবাইয়ের শোতেও পারফর্ম করে এসেছিলেন। শিরিন শিলা অভিনীত ‘সাহসী যোদ্ধা’ ছবিতে তার নায়ক ইমন। এ ছবির পাশাপাশি চলতি মাসে তার অভিনীত ‘বেগমজান’ ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবিতেও দর্শকরা চিত্রনায়ক ইমনের বিপরীতে তাকে দেখেছেন। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম।
সামনে রাজু চৌধুরীর ‘হিটার’ নামে নতুন একটি সিনেমায় তাকে দেখা যাবে বলেও জানান এ অভিনেত্রী। এরইমধ্যে এ ছবির ‘ভালোবাসি তোমায়’ শিরোনামের একটি গানও প্রকাশ হয়েছে। এ ছবিটিতে তার বিপরীতে চিত্রনায়ক সম্রাট অভিনয় করেছেন।