জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ রবিবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে
এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সাত ঘণ্টার টানা বৈঠক শেষে ব্রিফিংয়ে ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের
(বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে বলা হয়, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাসে ১.৪২ এর বদল নতুন ভাড়া ১.৮০ টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রে ১.৭০ টাকার জায়গায় ২.১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বনিন্ম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা হবে। দূরপাল্লার বাসের ভাড়া বাড়ল ২৭ শতাংশ, মহানগরের বাসের ভাড়া বাড়ল ২৬.৫ শতাংশ। সব মিলিয়ে গড় ভাড়া বাড়ল ২৬.৭৫ শতাংশ।
আরও পড়ুন= বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক স্বাংস্কৃতিক সংস্থার (জাসাস) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে এই কমিটি অনুমোদন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খানকে।
সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনকে করা হয়েছে সদস্য সচিব। তবে সদ্য ঘোষিত ৭১ সদস্যের এই কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে দেখে গেছে মিশ্র প্রতিক্রিয়া।