প’রী’মনি যতদিন কা.রাগা.রে ছিলেন ততদিন এক ভক্ত বি’ছা’নায় ঘুমাননি। একই স’ঙ্গে ততদিন আমিষ না খেয়ে ভাত ও ভর্তা খেয়েছেন তিনি। পরী’মনিকে উদ্দেশ্যে করে লেখা এক চিঠিতে এ কথা জানান সেই ভক্ত।
আর সেই চিঠিটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার করেছেন ঢাকাই ছবির নায়িকা প’রীম’নি। চিঠির ক্যাপশনে তিনি লেখেন, কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভা’লো’বাসা যত্নে থাকবে খুব।
চিঠিতে ওই ভক্ত লেখেন, শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রি’য়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভা’লোবা’সি। আই লাভ ইউ।
আপু আপনি যতদিন কা’রা’গারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি শুধু ভর্তা-ভাত খেয়েছি। তারপর আমি বি’ছানা’য় ঘু’মা’নি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কা’রা’গারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করব। আপু আমি আপার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভা’লো’বা’সাটা…।
