ঢাকার সাভারের ধামরাইয়ে একটি ইউনিয়নের দুটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে। প্রিসাইডিং অফিসারকে জানালেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান সরকার।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রকাশ্যে সিল মারার এমন একটি গোপন ভিডিও এসেছে সংবাদমাধ্যমের হাতে। এরআগে, বৃহস্পতিবার বেল ১১টা থেকে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারিপাড়া পারুলা কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার ভিডিও ধারণ করা হয়।
পারুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পোলিং এজেন্টের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করেন। এরপর তার সামনেই টেবিলের ওপর নৌকা প্রতীকে সিল মারছেন। আবার ঘুরে গিয়ে ছিল মারছেন৷
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান সরকার সংবাদমাধ্যমকে বলেন, সকাল থেকেই হাতকোড়া ও চারিপাড়া কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে দুই-তিনজন। এখনও মারছে। আমি প্রিসাইডিং অফিসারকে বলছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।
প্রিসাইডিং কর্মকর্তা মো. আসাদুল্লা বলেন, নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার কোনো ঘটনা ঘটেনি। এই অভিযোগ ভিত্তিহীন।
ঢাকা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান বলেন, আমি বিষয়টা জানি না। তবে এখনই বলে দিচ্ছি।