কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হা’মলা চালানোর অ’ভিযোগ উঠেছে। হা’মলায় শাওন নামে একজন নি’হত হন।
এছাড়া নাজমুল ও জের মিয়াসহ ৮-১০ জন আ’হন হয়েছেন।








বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ হা’মলা চালানো হয়।








জানা গেছে, কেন্দ্রে হা’ম’লার ঘ’ট’নায় ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। সৃষ্টি হয় নৌ’কা ও বি’দ্রোহী প্রা’র্থীর স’মর্থকদের মধ্যে সং’ঘর্ষ। পরিস্থিতি নি’য়ন্ত্রণে আনতে পু’লিশ ফাঁ’কা গু’’লি চা’লায়।








এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মফিজুল ইসলাম বলেন, বহিরাগতরা কেন্দ্রে হা’ম’লা করায় ভো’ট’গ্র’হণ বন্ধ করে দেওয়া হয়।
দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, আমিরাবাদ কেন্দ্রে সং’ঘর্ষে তিনজন আ’হ’ত হয়েছেন। বর্তমানে ভোট গ্রহণ বন্ধ থাকলেও পুনরায় চালুর চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হা’ম’লা চালানোর আগে কেন্দ্র দখলের অভিযোগে স্থা’নী’য় এক’টি মসজিদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন ভোট ব’র্জনের ঘোষণা দেন এবং এলাকাবাসী’কে রাস্তায় নেমে আসার আ’হ্বান জানান। সেখান থেকে মিছিল নিয়ে আমিরাবাদ কেন্দ্রে হা’ম’লা চালায়।
ম’সজি’দে ঘোষণার ঘ’টনা’য় মা’ওলানা না’জমুল নামে একজনকে আ’টক করে পুলিশ।
এদিকে একই উপজেলার চালিভাংগা ইউনিয়নে রামপ্রসাদের চর ভোট কেন্দ্রে হা’মলা চালিয়ে নৌ’কার বিদ্রোহী প্রার্থীকে আ’হত করার অ’ভিযোগ উঠেছে। এ সময় প্রার্থীসহ আরও পাঁচ জন আ’হ’ত হন।
বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের অ’ভিযোগ, নৌকা’র প্রার্থী লতিফ সরকারের কর্মী ও সমর্থকরা এ হা’ম’লা চালিয়েছেন। লাঠিসোটা দিয়ে পিটিয়ে র’ক্তাক্ত জ’খম করে। এ সময় চল, টেঁটা হাতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘ’টনা ঘ’টে।