প্রিয় পাটক ছবিতে পরনের কাপড়ে যে ধরনের ভাষার ব্যাবহার ও লিখা তা দেখে যেমন আপনি বিস্মিত হতে পারেন তেমনি আমি নিজে দিশেহারা,
ছবিতে লিখাগুলা তুলে ধরতে পারলামনা তবে নিজে জুম করে দেখে নিয়েন। দিন বদলাচ্ছে মানুষের শিক্ষা মনমানসিকতার ও পরিবর্তন হচ্ছে তবে সেই পরিবর্তন যদি হয় বিপদগামি সংস্কৃতি,
সমাজ বিরোধী যা থেকে খারাপ ছাড়া ভাল কিছু শিখার নাই তবে কি হয়? এক সময় এসএসসি পরীক্ষার আগে স্কুল থেকে দোয়ার আয়োজন করা হইতো
নাম ছিল বিদায় অনুষ্ঠান। আমরা সেদিন শিক্ষকদের কাছে থেকে ক্ষমা চাইতাম, দোয়া নিতাম। আরে চোখের পানি নিয়ে বন্ধু-বান্ধব থেকে বিদায় নিতাম! কত আয়োজন ছিল
সেদিন মন খা’রা’প করে চোকের জলে ভিজতে ভিজতে বিদ্যালয় থেকে বাড়ি আসতাম। আর এখন দিন বদলাইছে! বি’দায় অনুষ্ঠান নাম পরিবর্তন করে হয়ে গেছে “Rag day” সাদা টিশার্ট যত বা’জে ভাষা ব্যবহার করা যায়,
সেটাই প্রতিযোগিতা হচ্ছে; ডি’জে গান আর ডান্স এর মাধ্যমে বিদায় জানাচ্ছে বন্ধু বান্ধব আর শিক্ষকদের! দিন যাচ্ছে; মানুষ উন্নত হচ্ছে;কিন্তু সভ্যতা বিলুপ্তির পথে! শিক্ষিত বাড়তেছে কিন্তু সুশিক্ষিত লোকের বড়োই অভাব এখন আমাদের সমাজে।
আমাদের বর্তমান জেনারেশন কি করছে কি শিখছে তা কি আমরা খুব বেশি খেয়াল রাখি ? নাকি তারা যা করে তা ই ? আমি জানিনা এমন হচ্ছে কেন বর্তমান প্রজন্ম কি সু শিক্ষার অভাবে না কি অন্য কোন কারনে এমন অধঃপতন হচ্ছে । একমাত্র সু-শিক্ষাই মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তারা নিজেদের সমৃদ্ধশালী মানুষ হিসেবে গড়ে তুলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি কিন্তু মানুষ হওয়া থেকে দূরে সরে যাচ্ছি যার মূল কারন কি সেইটা খুঁজে বের করা জরুরী। একজন পাটক মেইলে পাটিয়েছেন