রাজধানীর ডেমরা থেকে মঙ্গলবার দিবাগত রাতে লিয়াকত আলী (৫০) ও সীমা সুলতানা (৪০) নামের এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা–পুলিশ।
এই দম্পতির কলেজপড়ুয়া ছেলে লিমনকে (১৮) উদ্ধৃত করে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর মা–বাবার ঘরের দরজা বন্ধ ছিল। ঘুলঘুলি দিয়ে সে বাবাকে বৈদ্যুতিক পাখায় ঝুলতে দেখে। পরে বাড়িওয়ালার সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢোকে। সেখানে মায়ের গলাকাটা লাশ দেখতে পায়।
ডেমরা থানার উপপরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, ডেমরার মধুবাগ এলাকার একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে প্রায় ২০ বছর ধরে থাকতেন ওই দম্পতি। তাঁদের লিমা (২৫) নামের এক মেয়ে ও লিমন (১৮) নামের এক ছেলে রয়েছে।
সোমবার দিনভর স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে জেনেছে পুলিশ। তবে কী কারণে বিরোধ, তা নিশ্চিত হতে পারেনি তারা।
লিয়াকত আলী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মৃত আজিম মোল্লার ছেলে। সীমা আক্তারের বাড়ি মাগুরা জেলায়। ডেমরার যে বাসায় তাঁরা ভাড়া থাকতেন, তার নিচতলায় লিমা ফার্মেসি নামে লিয়াকত আলী একটি ওষুধের দোকান চালাতেন।